পাকিস্তানে করোনা শনাক্ত ছাড়াল ১০ লাখ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ০৪:৩৫
পাকিস্তানে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। দেশটিতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৪২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিতের পরিমাণ ১০ লাখ ছাড়িয়েছে। শুক্রবার (২৩ জুলাই) দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এই তথ্য জানিয়েছে।
এনসিওসি জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় পাকিস্তানে ২৫ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে এক হাজার ৪২৫ জন শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ শতাংশের নিচে। সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত শনাক্তের হার ৫ দশমিক ৬৫ শতাংশ। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের পরিমাণ দাঁড়াল ১০ লাখ ৩৪ জনে।
এছাড়াও পাকিস্তানে এখন পর্যন্ত মহামারি থেকে সুস্থ হয়েছে ৯ লাখ ২৩ হাজার ৪৭২ জন। বর্তমানে সক্রিয় রোগী হিসেবে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ হাজার ৬২৩ জন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পাকিস্তান করোনাভাইরাস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।