তুরস্কে ভয়াবহ দাবানলে ৪ জনের মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ২২:০১
তুরস্কে দাবানলে নিহত হয়েছে ৪ জন। দেশটির অন্তত ১৭টি প্রদেশে তিনদিন ধরে চলতে থাকা এ দাবানল নেভাতে কাজ করছেন কয়েক হাজার অগ্নি-নির্বাপণ কর্মী। আল জাজিরা এ খবর জানায়।
তুরস্কের স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমধ্যসাগরের তীরবর্তী এলাকায় প্রায় ৭০টি দাবানল ছড়িয়ে পড়েছে। প্রবল বাতাস আর গরম আবহাওয়া সেসব দাবানল উসকে দিচ্ছে। তুরস্ক সরকার বলছে, তারা অন্তত ৫৭টি দাবানল নেভাতে সক্ষম হয়েছেন।
তুরস্কের বনমন্ত্রী বাকির পাকদেমিরলি বলেন, উসমানিয়া, কয়সেরি, কোসাইলি, আদানা, মেরসিন ও কুতাহিয়া প্রদেশে বনাঞ্চল এখনও দাবানলে পুড়ছে। তিনি জানান, তিন বিমান, নয়টি ড্রোন, ৩৮টি হেলিকপ্টার, ৬৮০টি অগ্নিনির্বাপণ যান এবং চার হাজার অগ্নি-নির্বাপণ কর্মী আগুন নেভাতে কাজ করছেন।
দাবানল নেভাতে সহায়তা করছে রাশিয়া। তুরস্কে অন্তত তিনটি বিশাল আকৃতির বিমান পাঠিয়েছে তারা। তুরস্কের নগরায়ন বিষয়ক মন্ত্রী মারুত কুরুম বলেন, ২৭টি এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: তুরস্ক ভয়াবহ দাবানল ৪ জনের মৃত্যু
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।