লাদাখ ইস্যুতে আবারো বৈঠকে চীন-ভারত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ আগষ্ট ২০২১, ২০:০৯
সীমান্তে সেনা অবস্থানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে ভারত এবং চীনের মধ্যে। দু'পক্ষের মধ্যে বৈঠক বার বার হলেও কোনও সমাধানে আসতে পারেনি তারা। প্যাংগং থেকে চীন তাদের সেনা সদস্যদের সরিয়ে নিলেও এখনও লাদাখের বহু জায়গায় ঘাঁটি রয়েছে দেশটির সামরিক বাহিনীর।
ভারতের সীমান্তবর্তী এলাকায় চলছে চীনের টহলদারিও। সীমান্ত এলাকায় সেনা সরানোর প্রক্রিয়া নিয়ে তাই আবারও মুখোমুখি হয়েছে ভারত এবং চীন। লাদাখ ইস্যু নিয়ে এটি ছিল তাদের ১২তম বৈঠক। প্রায় ৯ ঘন্টা ধরে আলোচনা হয়েছে এই দুই দেশের কমান্ডার পর্যায়ে।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওএসি) চীনের দিকে মোল্ডোতে এই বৈঠক আয়োজিত হয়। এই সামরিক আলোচনার উদ্দেশ্য ছিল হট স্প্রিং এবং গোগরা পোস্ট এলাকা থেকে সেনা সরানো। লাদাখের একাধিক অংশে যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে ভারত এবং চীনের সেনাবাহিনী। প্রায় সাড়ে তিন মাস পর শনিবার সন্ধ্যায় দ্রুত সীমান্ত সমস্যা মেটানো নিয়েই আলোচনা হয় দু'দেশের সেনাবাহিনীর মধ্যে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।