এশিয়ায় বাড়ছে করোনার সংক্রমণ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ আগষ্ট ২০২১, ২২:২৫

এশিয়ায় বাড়ছে করোনার সংক্রমণ

হঠাট করেই এশিয়াজুড়ে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। অলিম্পিকের আয়োজক নগরী টোকিও, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় শনিবার করোনার সংক্রমণ ছাড়িয়েছে রেকর্ড।

টোকিও মহানগরী কর্তৃপক্ষ জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৮ জন। এক দিন আগেই টোকিওতে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া রাজধানীর আশেপাশের তিনটি এলাকা ও পশ্চিমের অঞ্চল ওসাকাতেও বাড়ানো হয়েছে জরুরি অবস্থার মেয়াদ।

মালয়েশিয়া এখন করোনার হটস্পটে পরিণত হয়েছে। শনিবার দেশটিতে ১৭ হাজার ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে, যা ২৪ ঘণ্টায় রেকর্ড। অপরদিকে, থাইল্যান্ডের পরিস্থিতি আরও ভয়াবহ। দেশটিতে গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৯১২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছে ১৭৮ জন। দেশটিতে এক দিনে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড এটি।

অপরদিকে, গত বছর ভিয়েতনাম করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সাফল্য দেখালেও এ বছরে সেই দেশটির কয়েকটি শহর ও প্রদেশে সোমবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন।


এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top