ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ আগষ্ট ২০২১, ০১:৩৩

ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ

করোনাভাইরাস হেলথ পাস বাধ্যতামূলক করার প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে দুই লাখের বেশি মানুষ। বিক্ষোভকারীদের সামাল দিতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, ১৯ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১০ জন প্যারিসের। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষিত করোনা বিধিনিষেধের প্রতিবাদে শনিবার তৃতীয় সপ্তাহের মতো হলো এই বিক্ষোভ।

গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার আগে এই বিধিনিষেধ আরোপ করাতেই তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে বিক্ষোভকারীরা। অ্যান নামে এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা একটি বিচ্ছিন্ন সমাজ সৃষ্টি করছি এবং আমি মনে করি মানবাধিকারের দেশে এটি করা অবিশ্বাস্য।’


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top