সরকার প্রধানের দায়িত্ব নিলেন জান্তা প্রধান মিন অং হ্লাইং

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ আগষ্ট ২০২১, ২০:৩৩

সরকার প্রধানের দায়িত্ব নিলেন জান্তা প্রধান মিন অং হ্লাইং

মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার দেশটির সরকারি সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের ছয় মাস পর রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভাষণে বলেছেন, ‘আমরা ২০২৩ সালে জরুরি অবস্থার বিধান শেষ করব। আমি গণতন্ত্র ও কেন্দ্রীয় সরকার ব্যবস্থার ওপর ভিত্তি করে একটি সম্মিলিত দেশ গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি।’

অভ্যুত্থানের পর মিন অংকে প্রধান করে গঠন করা হয় স্টেট অ্যাডমিনেস্ট্রেশন কাউন্সিল। নবগঠিত কেয়ারটেকার সরকার এখন স্টেট অ্যাডমিনেস্ট্রেশন কাউন্সিরে স্থলাভিষিক্ত হবে।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: মিয়ানমার


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top