সিডনিতে লকডাউন কার্যকরে টহল দিচ্ছে সেনারা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ আগষ্ট ২০২১, ২২:৪০
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেনে আরও বাড়ানো হয়েছে লকডাউন। স্থানীয় সময় সোমবার এই ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অপরদিকে দেশটির অপর বৃহত্তম শহর সিডনিতে লকডাউন কার্যকরে টহল দিচ্ছে সেনাবাহিনী।
অপ্রয়োজনে লোকজনের বাড়ির বাইরে বের হওয়া ঠেকাতে সেনা সদস্যরা নিয়েছেন কঠোর অবস্থান। বিভিন্ন স্থানে টহল দিয়ে বিধিনিষেধ কার্যকরে সহায়তা করছেন তারা।
করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতেই এই বিধিনিষেধ জারি করেছে অস্ট্রেলিয়া।
অন্যান্য উন্নত অর্থনীতির দেশগুলোর চেয়ে অস্ট্রেলিয়ার ভ্যাকসিন কার্যক্রমের গতি কিছুটা ধীর হলেও দেশটি তুলনামূলকভাবে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৪০০, যা বিভিন্ন দেশের তুলনায় অনেক কম। অপরদিকে দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণে মারা গেছে ৯২৫ জন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: অস্ট্রেলিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।