রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইবরাহিম রাইসি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২১, ১৯:১০

ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইবরাহিম রাইসি

ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইবরাহিম রাইসি। মঙ্গলবার তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মাধ্যমে এ শপথ নেন বলে জানা গেছে।

১৮ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিচার বিভাগের সাবেক প্রধান ইবরাহিম রাইসি বিজয় পান। রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে রাইসিকে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুমোদন দেন খামেনি। এর মাধ্যমে রাইসি আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন।

অনুষ্ঠানে খামেনি বলেছেন, ‘জনগণের পছন্দ অনুযায়ী, আমি ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি হিসেবে বিজ্ঞ, অনির্বাণ, অভিজ্ঞ ও জনপ্রিয় ইব্রাহিম রাইসিকে দায়িত্ব দিচ্ছি।’

শপথ অনুষ্ঠানে রাইসি বলেছেন, ‘তার সরকার যুক্তরাষ্ট্রের ‘নিপীড়নমূলক’ নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করবে। তবে জাতির জীবনযাপনের মানকে তিনি বিদেশির ইচ্ছার ওপর ছেড়ে দেবেন না।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top