ফ্লোরিডার হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড সংখ্যক করোনা রোগী

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২১, ১৯:৫০

ফ্লোরিডার হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড সংখ্যক করোনা রোগী

যুক্তরাষ্ট্রে হানা দিয়েছে করোনার তৃতীয় ঢেউ। এরইমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যের পরিস্থিতি খারাপের দিকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের হাসপাতালগুলোতে দেখা দিয়েছে উপচেপড়া ভিড়।

ফ্লোরিডার বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে রেকর্ড সংখ্যক করোনা রোগী। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, ফ্লোরিডার ১১ হাজার ৫১৫ জন বাসিন্দা এখন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে বেশিরভাগ রোগীই তরুণ। চিকিৎসকরা বলছেন করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এবারই এই ব্যতিক্রম চিত্র।

শনিবার ফ্লোরিডায় দৈনিক সংক্রমণ রেকর্ড সংখ্যক ছাড়িয়েছে। গত সপ্তাহ ধরে ফ্লোরিডা বা টেক্সাসে তিন জনে একজন নতুন করে আক্রান্ত হচ্ছেন বলে জানা গেছে। তবে যুক্তরাওষ্ট্রে চলছে টিকাদান কার্যক্রমও। যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ মানুষ এক ডোজ করে ভ্যাকসিন নিয়েছেন এ পর্যন্ত।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top