মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

দাবানলের হটস্পট ভূমধ্যসাগরীয় অঞ্চল

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২১, ২০:১৮

দাবানলের হটস্পট ভূমধ্যসাগরীয় অঞ্চল

দাবানলের হটস্পট ভূমধ্যসাগরীয় অঞ্চল

ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন দাবানলের হটস্পট হয়ে উঠেছে। বুধবার ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষক সংস্থা সতর্ক করেছে যে তীব্র তাপ প্রবাহের পর দাবানলের কবলে পড়া তুরস্ক তার আশেপাশের দেশগুলোকে ঝুঁকির মুখে ফেলেছে

মঙ্গলবার তীব্র তাপ প্রবাহের কারণে দক্ষিণ ইউরোপের দেশ গ্রিসের এথেন্সের কাছাকাছি এলাকায় ছড়িয়ে পড়ে দাবানল। হাজার হাজার মানুষকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়। আগুন নেভাতে কাজ শুরু করে পাঁচ শতাধিক কর্মী। জানা গেছে, মঙ্গলবার গ্রিসে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৬ ডিগ্রি সেলসিয়াস।

গত সাত দিন ধরে তুরস্কে দাবানলের তাণ্ডব চলছে। যেসব জায়গায় দাবানলের তাণ্ডব চলছে, সেখানে গত কয়েক মাস ধরে প্রবল খরা ছিল। গত বুধবার থেকে দেশটিতে সব মিলিয়ে ১৩০টি জায়গায় আগুন জ্বলছিল। তার মধ্যে এখনো সাতটি বড় আগুন জ্বলছে বলে দেশটির বনমন্ত্রী জানিয়েছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: দাবানল


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top