ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইব্রাহিম রাইসি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২১, ২২:১১

ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইব্রাহিম রাইসি

ইরানের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সাইয়্যেদ ইব্রাহিম রাইসি। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় শুরু হয় তার শপথ গ্রহণ অনুষ্ঠান। নিয়ম অনুযায়ী উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিও। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন ইরানের বিচার বিভাগীয় প্রধান, সংসদের স্পিকার, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতেই ইরানের বাজানো হয় জাতীয় সঙ্গীত এবং এরপর অনুষ্ঠিত হয়কুরআন তেলাওয়াত। কুরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন সংসদীয় স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি। তাদের বক্তব্য শেষে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ইব্রাহিম রাইসি।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে রাইসি বলেছেন, ইরানি জনগণ চায় তিনি যেন দেশের স্বাধীনতা বজায় রাখেন ও বিদেশি হয়রানি প্রতিরোধ করেন। সেই সাথে তিনি বিশ্বের সঙ্গে কূটনৈতিক, গঠনমূলক ও ব্যাপক যোগাযোগ প্রতিষ্ঠারও আশ্বাস দেন।

রাইসির শপথ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ৭৩টি দেশের অন্তত ১১৫ জন রাষ্ট্রীয় অতিথি প্রেসিডেন্ট রাইসির শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এছাড়াও ছিলেন ১০ দেশের সরকারপ্রধান, ২০ দেশের সংসদীয় স্পিকার, ১১ জন পররাষ্ট্রমন্ত্রী, ১০ জন অন্যান্য মন্ত্রীর পাশাপাশি রাষ্ট্র ও সরকারপ্রধানদের বিশেষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top