শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১০ হাজারের বেশি মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২১, ২০:৫৭

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১০ হাজারের বেশি মানুষ

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১০ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৭ লাখ লোকের। ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, শনিবার (৭ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪২ লাখ ৯০ হাজার ৪২৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ২০ কোটি ২৪ লাখ ২ হাজার ১৮৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ কোটি ১৯ লাখ ৩ হাজার ২০৪ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top