ইতালিতে ভিড়লো বাংলাদেশিসহ ২৫৭ অভিবাসনপ্রত্যাশীর জাহাজ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২১, ২১:০০
সাগর থেকে উদ্ধার করা বাংলাদেশিসহ ২৫৭ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে ইতালির ত্রাপানি বন্দরে নোঙ্গর করেছে একটি জাহাজ। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইউরোপীয় দাতব্য সংস্থা এসওএসের জাহাজ সি ওয়াচ ও ওসেন ভাইকিং রোববার ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূল থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি কাঠের নৌকা থেকে ৩৯৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। এরপর থেকে বন্দরে নোঙ্গরের অপেক্ষায় ছিল জাহাজ দুটি। শনিবার সি ওয়াচ ইতালির বন্দরে নোঙ্গরের অনুমতি পেলেও এখনও সাগরে ভাসছে ওসেন ভাইকিং।
রয়টার্স জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই পুরুষ এবং তারা মরক্কো, বাংলাদেশে, মিশর ও সিরিয়ার নাগরিক। এদেরকে নিয়ে ইতালির সিসিলি দ্বীপের ত্রাপানি বন্দরে নোঙ্গর করেছে উদ্ধারকারী জাহাজ সি ওয়াচ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী ইতালি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।