আফগান বিমান হামলায় নিহত দুই শতাধিক তালেবান

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২১, ২১:৪০

আফগান বিমান হামলায় নিহত দুই শতাধিক তালেবান

আফগান বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে দুই শতাধিক তালেবান। জাওজান প্রদেশের রাজধানী শেবারঘানে তালেবানের ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে এই বিমান হামলা। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আফগান প্রতিরক্ষা কর্মকর্তা ফাওয়াদ আমান এক টুইট বার্তায় বলেন, শেবারঘান শহরে তালেবান যোদ্ধাদের সমাবেশ ও গোপন ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে এই বিমান হামলা। এতে দুই শতাধিক তালেবান নিহত হয়। এছাড়া ধ্বংস হয়েছে তালেবানের বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং শতাধিক যানবাহন।

আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার শুরুর পর থেকেই সেখানে বেশ দ্রুতগতিতে বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে তালেবান। এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ন গ্রামীন এলাকা দখল করে নিয়েছে তালেবান। এখন তারা টার্গেট করছে বড় বড় শহর।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top