৫ দিন ধরে দাবানালে পুড়ছে গ্রিস
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২১, ২২:০০
পাঁচ দিনে ধরে দাবানল ছড়িয়ে পড়ছে গ্রিসে। রাজধানী এথেন্সের কাছের একটি শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় এক হাজার মানুষকে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার থেকে এথেন্সের উপকণ্ঠে অবস্থিত মাউন্ট পারনিথায় দাবানলের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে কয়েক হাজার মানুষ। তীব্র বাতাস ও উচ্চতাপমাত্রার কারণে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে অগ্নিনির্বাপন কর্মীদের। স্থানীয় সময় শনিবার বিকেলে আগুন নিভতে শুরু করলেও বাতাসের গতি বাড়ায় আবারও আগুনের তীব্রতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেসামরিক সুরক্ষা বিষয়ক উপমন্ত্রী নিকস হার্ডালিয়াস বলেছেন, ‘কোন অবস্থাতেই আমরা সন্তুষ্ট হতে পারি না। আমরা অনেক বড় একটি যুদ্ধ করছি।’
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।