৭২ ঘণ্টায় আফগানিস্তানে ২৭ শিশু নিহত!
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২১, ২০:২৮
আফগানিস্তানে সরকার বাহিনী এবং তালেবানের মধ্যেকার সংঘাতে গেল তিন দিনে কমপক্ষে ২৭ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, শিশুদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।
বিভিন্ন শহর দখলে আগ্রাসী হয়ে উঠেছে তালেবান। অপরদিকে তালেবানকে হটাতে লড়াই চালিয়ে যাচ্ছে আফগান সৈন্যরা। প্রায় এক মাস ধরে চলমান এই সহিংসতায় নিহত হয়েছে এক হাজারের বেশি বেসামরিক। সোমবার এক বিবৃতিতে ইউনিসেফ বলছে, শিশুদের বিরুদ্ধে নৃশংসতা দিন দিন বাড়ছেই। গত তিন দিনে কান্দাহার, খোস্ত এবং পাকতিয়ায় ২৭ শিশু নিহত হয়েছে। এছাড়া আরও ১৩৬ শিশু আহত হয়েছে।
আফগানিস্তানে ইউনিসেফের কর্মকর্তা সামান্থা মোর্ট বলেন, শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে খারাপ স্থানে পরিণত হয়েছে আফগানিস্তান। গত ২৭ ঘণ্টায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এদিকে, দু'পক্ষকেই শিশুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: আফগানিস্তান তালেবান জাতিসংঘ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।