দাবানল নিয়ন্ত্রণে করতে না পারায় ক্ষমা চাইলেন গ্রিক প্রধানমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২১, ১৯:১৫

দাবানল নিয়ন্ত্রণে করতে না পারায় ক্ষমা চাইলেন গ্রিক প্রধানমন্ত্রী

সপ্তাহখানেক ধরে গ্রিসজুড়ে তাণ্ডব চালাচ্ছে ভয়ংকর দাবানল। এতে ভস্মীভূত হয়েছে ঘরবাড়ি। প্রাণভয়ে হাজার হাজার মানুষ বাধ্য হয়েছে ঘর ছাড়তে। এই দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্যই ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস।

স্থানীয়রা অভিযোগ করছে যে সরকার দাবানল নিয়ন্ত্রণে সময় মতো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। যথেষ্ট পরিমাণে দমকলের প্লেন পাঠানো হয়নি বলেও ক্ষোভ রয়েছে তাদের মনে।

এ বিষয়ে গ্রিক প্রধানমন্ত্রী বলেন, যারা নিজেদের বাড়িঘর বা সম্পদ পুড়তে দেখেছেন তাদের কষ্ট আমি বুঝতে পারছি। আমাদের দেশ অভূতপূর্ব মাত্রার প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে।

তিনি আরো বলেন, দমকলকর্মীরা ‘অতিমানবিক ক্ষমতা’ দিয়ে আগুনের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। এর পরও যেকোনো ধরনের ব্যর্থতা চিহ্নিত করা হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top