করোনা মহামারী বৃদ্ধি; অস্ট্রেলিয়ার প্রধান শহরগুলোতে লকডাউন জোরদার
জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২১, ২২:০৫
কোভিড-১৯ বা করোনা মহামারীর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আবারও লকডাউনের কবলে অস্ট্রেলিয়ার প্রধান শহরের বাসিন্দারা। কর্মকর্তা জানিয়েছেন, কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাওয়ায় চরম ঝুকিতে অষ্ট্রেলিয়ার রাজধানীর ক্যানবেরা এবং অন্যান্য শহর।
এক সপ্তাহ’র লকডাউন শুরু হয়েছে বৃহষ্পতিবার বিকাল থেকে। অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বেড়ে যাওয়ায় নেয়া হলো লকডাউনের মত কঠোর পদক্ষেপ।
এদিকে ১ কোটি’র বেশি মানুষের বসবাস, মেলবোর্ন ও সিডনীতে ইতোমধ্যে শুরু হয়েছে কঠোর লকডাউন।
অস্ট্রেলিয়া রাজধানীর মুখ্যমন্ত্রী এন্ড্রিউ বার বলেন, জনগনের মাঝে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ায় কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: অস্ট্রেলিয়া লকডাউন করোন ভাইরাস কোভিড-১৯
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।