২০ বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলো তালেবান

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২১, ১৮:২৭

২০ বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর ২০ বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান। সোমবার (১৬ আগস্ট) আল-জাজিরার খবরে এ তথ‌্য নিশ্চিত করে জানানো, হয় এখন সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তারা।

মোহাম্মদ নাইম নামে তালেবানের এক মুখপাত্র এ বিষয়ে বলেন, 'তালেবান বিচ্ছিন্ন অবস্থায় থাকতে চায় না এবং শাসনের ধরন ও রাষ্ট্রীয় গঠন কাঠামো খুব শিগগিরই পরিষ্কার করা হবে। শরীয়াহ আইনের মধ্যে থেকেই নিশ্চিত করা হবে নারী ও সংখ্যালঘুদের অধিকার। একইসঙ্গে বাকস্বাধীনতাও নিশ্চিত করা হবে।'

তিনি আরও বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন‌্যবাদ। যুদ্ধ শেষ হয়েছে। আমরা যা চাচ্ছিলাম তা পেয়েছি। এই স্বাধীনতা আমাদের দেশের, দেশের জনগণের। আমাদের এই ভূমিকে অন‌্যের ক্ষতি করার জন‌্য ব‌্যবহৃত হতে দেব না এবং আমারও কারও জন‌্য ক্ষতিকর হবো না।’

অবিশ্বাস্য দ্রুততায় মাত্র আড়াই মাসের মধ্যে দেশের ৩৪টি প্রদেশের ২৮টি দখল করে বর্তমানে কাবুলে অবস্থান করছে তালেবান।এদিকে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তার মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এরপরই রাতে প্রেসিডেন্ট ভবনের দখল নেয় তালেবান। যদিও ‘রক্তপাত এড়াতেই’ নাকি আশরাফ গনি এমনটি করেছেন বলে তিনি জানিয়েছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top