কাবুল বিমানবন্দরে উপচে পড়া ভিড়, নিহত ৫

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২১, ২০:৫১

কাবুল বিমানবন্দরে উপচে পড়া ভিড়, নিহত ৫

আফগানিস্তানের দখল তালেবান সশস্ত্র গোষ্ঠী নেয়ার পর দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে অসংখ্য মানুষ। দেশত্যাগের ইচ্ছায় জমায়েত হওয়াদের উপস্থিতিতে জনসমুদ্র পরিণত হয়েছে রাজধানী কাবুলের বিমানবন্দর।

বিমানে তড়িঘড়ি উঠতে গিয়ে ঘটছে হতাহতের ঘটনা। স্থানীয়দের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হুড়োহুড়িতে সেখানে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে এখনও রয়েছে মার্কিন সেনারা। সোমবার (১৬ আগস্ট) সকাল পর্যন্ত দেশটিতে থাকা মার্কিন কূটনীতিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও বাইডেন প্রশাসন জানিয়েছে।

টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের একাংশ নিজেদের মধ্যে মারপিট করে বিমানে ওঠার চেষ্টা চালাচ্ছেন। এমন জনসমুদ্র সরিয়ে বিমান কীভাবে উড়বে, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top