বোরকা কেনার হিড়িক আফগানিস্তানে
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২১, ১৯:৪০
রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর পুরো আফগানিস্তান চলে যায় তালেবানের নিয়ন্ত্রণে। সেই থেকেই সেখানকার সাধারণ মানুষের মনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। কী হতে যাচ্ছে তা নিয়েই আতঙ্ক যেন কাটছে না।
এমন পরিস্থিতিতেই কাবুলের নারীদের মধ্যে পড়েছে বোরকা কেনার হিড়িক। নারীদের মধ্যে বোরকা কেনার চাহিদা বৃদ্ধি পাওয়ার পর থেকেই দামও কয়েকগুণ বেড়ে গেছে। অন্যান্য সময়ে যা ২০০ আফগান মুদ্রায় বিক্রি হতো এখন তা ২০০০ আফগান মুদ্রায় বিক্রি হচ্ছে।
কয়েক দশক ধরে আফগান নারীরা নীল রঙের বোরকা দিয়েই বিশ্বে পরিচিত। কিছুটা ভারী কাপড়ে তৈরি এ বোরকা মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ঢেকে রাখে। বোরকা বিক্রি এতটা বেড়েছে যে ঝুলিয়ে রাখা বোরকাগুলো দেখে মনে হবে সেখানে ভারী পর্দা ঝুলছে। কাবুলের ব্যবসায়ী আরেফ বলেন, আগে বিভিন্ন প্রদেশ থেকে নারীরা এখানে বোরকা কিনতে আসতেন। কিন্তু এখন শহরের নারীরাও বোরকা কিনতে শুরু করেছেন।
এদিকে, তালেবানের পক্ষ থেকে নারীদের আশ্বস্ত করা হয়েছে, তাদের বিষয়ে রক্ষণশীল অবস্থা থেকে সরে আসা হবে। তারা বলছে, আফগান নারীরা চাইলে বাড়ির বাইরে বের হতে পারবেন, তবে অবশ্যই হিজাব পরতে হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: আফগানিস্তান তালেবান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।