আফগানিস্তানের জাতীয় পতাকা বদলাচ্ছে না তালেবান
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২১, ২০:০২
দুই দশক পর ফের আফগানিস্তানের ক্ষমতায় ফিরে দেশটির জাতীয় পতাকা প্রতিস্থাপন করতে চায় তালেবানরা। তাদের প্রস্তাবিত পতাকার মাঝের সাদা অংশে লেখা থাকবে ইসলাম ধর্মের কালিমায়ে তাইয়েবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ।’
আলজাজিরায় এক প্রতিবেদনে দেখা যায়, এই প্রথমবারের মতো পতাকা বদল হচ্ছে না আফগানিস্তানের। ১০০ বছর আগে ব্রিটিশদের হাত থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়ার মুহূর্ত থেকে এখন পর্যন্ত অন্তত ১৮ বার বদলেছে এই দেশের পতাকা।
এদিকে, আফগান পতাকা অপসারণের সময় কমপক্ষে দুটি আফগান শহরে সূত্রপাত হয় বিক্ষোভের। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে দেশটির জাতীয় পতাকা পরিবর্তন না করার দাবিতে রাস্তায় বিক্ষোভ করেছে মানুষ। সামাজিক মাধ্যমেও সে বিক্ষোভের ছবি ছড়িয়ে পড়েছে।
ইতিমধ্যে, রাজধানী কাবুলের মসনদে তালেবানের এই সাদা পতাকা উড়তে দেখা গেছে। পতাকার মাঝের সাদা অংশে লেখা ইসলাম ধর্মের কালিমায়ে তাইয়েবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ।’ যার অর্থ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, মুহাম্মদ সা. আল্লাহর প্রেরিত রাসুল।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: তালেবান আফগানিস্তান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।