কাবুল বিমানবন্দর নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২১, ২০:৪৩

কাবুল বিমানবন্দর নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের কাবুল বিমানবন্দর নিয়ে শঙ্কায় রয়েছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর হামলার আশঙ্কা করছে পেন্টাগন।

এমন অবস্থায় তারা মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়ানোর জন্য সতর্ক করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রবিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

খবরে বলা হয়, গতকাল শনিবার যুক্তরাষ্ট্র একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এ সতর্কতায় কাবুল বিমানবন্দরের গেটের বাইরে সম্ভাব্য নিরাপত্তা হুমকির কথা বলা হয়। এ কারণে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর থেকে দূরে থাকতে বলা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তারা পর্যবেক্ষণ করছেন এবং বিকল্প পথ খুঁজছেন।

সেপর্যন্ত মার্কিন সরকারের প্রতিনিধি যাদের কাবুল বিমানবন্দরে আসতে বলবেন, শুধু তাদেরই সেখানে আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top