শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কাবুল বিমানবন্দরের বাইরে বিশৃঙ্খলা: নিহত ৭

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২১, ২২:১৬

কাবুল বিমানবন্দরের বাইরে বিশৃঙ্খলা: নিহত ৭

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে বিশৃঙ্খলায় সাত আফগান নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রবিবার (২২ আগস্ট) সংস্থাটির প্রকাশিত সংবাদ প্রতিবেদনে বলা হয়, কাবুল বিমানবন্দরের বাইরে হাজারো মানুষ জড়ো হয়ে তাড়াহুড়া করে উড়োজাহাজে ওঠার চেষ্টা করেন। সেসময় অতিরিক্ত ভিড়ের কারণে সাত বেসামরিক আফগান প্রাণ হারান।

এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, 'কাবুলে ভিড়ের কারণে সাত আফগান বেসামরিক ব্যক্তির দুঃখজনক মৃত্যুর ঘটনায় আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।'

বিবৃতিতে আরও বলা হয়, 'অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা এই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি।'

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও আফগানিস্তানের বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে যতটা সম্ভব নিজ নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার প্রচেষ্টার কথা জানিয়েছে।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top