'৩১ আগস্টের মধ্যে শেষ হবে প্রত্যাহার কাজ' - বাইডেন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২১, ২০:২৫
টানা ৭ দিন ধরে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে কাবুল বিমানবন্দর ও সংলগ্ন এলাকাজুড়ে। এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে সেখান থেকে।
এই পরিস্থিতি সামাল দিতে লোকজন সরানোর জোর তৎপরতা চলছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, বিমানবন্দর থেকে ২৮ হাজার লোকজন সরিয়ে নেওয়া হয়েছে গত সপ্তাহ থেকে। ৩১ আগস্টের মধ্যে শেষ হবে প্রত্যাহার কাজ।
বাইডেন আরো বলেন, তিনি আশাবাদী যে সময়সীমা বাড়ানোর প্রয়োজন পড়বে না হয়তো। যদিও কাজ সম্পূর্ণ করতে অনেকটা চাপের মুখে রয়েছেন তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।