স্পেনের হ্রদে টনে টনে ভেসে উঠল মরা মাছ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২১, ১৮:৫০

স্পেনের হ্রদে টনে টনে ভেসে উঠল মরা মাছ

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি লবণাক্ত হ্রদে টনে টনে ভেসে উঠেছে মৃত মাছ। বিপুল সংখ্যক মাছের মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং পরিবেশবিদরা হতবাক। স্থানীয় সরকারকে দায়ী করেছে, গরম আবহাওয়ার জন্য দক্ষিণ মূর্শিয়ার মের মেনোর নামের ওই হ্রদে এতো মাছ মরছে।

তবে বিজ্ঞানীরা বলছেন, স্থানীয় কৃষিকাজের কারণে যে দূষণ তৈরি হচ্ছে তাতে নষ্ট হচ্ছে পানির মান। এতে প্রাণ হারাচ্ছে হ্রদে থাকা হাজার হাজার মাছ। এই ঘটনা তদন্ত করছেন প্রসিকিউটররা। অপরদিকে এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা।

পরিবেশ বিষয়ক সংগঠন ডব্লিউডব্লিউএফ এসপানা জানিয়েছে, ওই এলাকায় কৃষি জমি থেকে দূষণের কারণেই সর্বশেষ কয়েক টন মাছের মৃত্যু হয়েছে। এই বিপুল সংখ্যক মাছের মৃত্যুর জন্য অক্সিজেনের অভাবকে দায়ী করেছেন তারা।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top