বিস্ফোরণে কেঁপে উঠলো কাবুল বিমানবন্দর, নিহত ১৩

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২১, ০৪:৪২

বিস্ফোরণে কেঁপে উঠলো কাবুল বিমানবন্দর

আফগানিস্তানের কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক টুইট বার্তায় প্রথমে বিস্ফোরণের তথ্য দেন।

বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে জন কিরবি টুইটে বলেন, ‘কাবুল বিমানবন্দরের বাইরে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমরা নিশ্চিত করছি। তবে এখনো হতাহতের বিষয়ে জানতে পারিনি। আমরা জানতে পারলেই বিস্তারিত জানানো হবে।’

তবে স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১১ জন নিহতের আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন বহু মানুষ।

এদিকে তালেবান বিবৃতির বরাত দিয়ে অপর ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিস্ফোরণে শিশুসহ নিহত হয়েছেন অন্তত ১৩ জন।

এমন সময়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটল যখন তালেবান দেশটি নিয়ন্ত্রণে নেয়ার পর পশ্চিমা সৈন্য-নাগরিক ও আফগান সহযোগীদের সরিয়ে নেওয়ার ব্যাপারে সেখানে ব্যাপক তোড়জোড় চলছিল।

বিস্ফোরণের ঠিক কয়েক ঘণ্টা আগেই আইএসআইএস'এর হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া কাবুল বিমানবন্দর থেকে তাদের নাগরিকদের দূরে থাকার আহ্বান জানায়।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top