কাবুলে আরেকটি হামলার আশঙ্কা বাইডেনের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২১, ১৯:২২

কাবুলে আরেকটি হামলার আশঙ্কা বাইডেনের

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি হামলার জোরালো সম্ভাবনা রয়েছে বলে মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন জানান, সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন যে রোববারই (২৯ আগস্ট) এই হামলা হতে পারে। নিরাপত্তা হুমকির কারণে ওই এলাকায় ভ্রমণে সতর্ক করা হয়েছে। এছাড়া যেসব মার্কিন নাগরিক বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছাকাছি অবস্থান করছেন তাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিমানবন্দরের আশেপাশে তালেবান বসিয়েছে আরও কয়েক স্তরের তল্লাশি চৌকি। বেশিরভাগ আফগানকে তারা এসব চেকপোস্ট পার হতে দিচ্ছে না। এদিকে, যুক্তরাষ্ট্র এখনো কাবুলে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে যুক্তরাজ্যের সৈন্য, কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিয়ে শেষ ফ্লাইটটি কাবুল ছেড়ে গেছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top