লকডাউন তুলে নিচ্ছে সিডনি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:২০
অক্টোবর মাস থেকে লকডাউন তুলে নেওয়ার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনি। ভ্যাকসিন কার্যক্রমের কাঙ্খিত লক্ষ্য অর্জনের পথে থাকায় কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে।
নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে জুলাই থেকেই জারি রয়েছে লকডাউন। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের কারণে কয়েক মাস ধরেই লকডাউন জারি রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজ্য সরকার বহুল প্রত্যাশিত ‘রোডম্যাপ টু ফ্রিডম’ প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের ৭০ ভাগ প্রাপ্তবয়স্ক মানুষ ভ্যাকসিনের দু’টি ডোজ গ্রহণ করলেই লোকজন আবারও ফিরে যেতে পারবেন আগের মতো স্বাভাবিক জীবন-যাপনে।
তবে কবে নাগাদ লকডাউন তুলে নেওয়া হবে সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি। তবে তিনি এটা নিশ্চিত করেছেন যে, ভ্যাকসিন নেওয়া লোকজনের সংখ্যা ৭০ শতাংশে পৌঁছে যাওয়ার প্রথম সপ্তাহেই এটা হতে পারে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।