বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে আরও ৯০০৮ জনের
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৮
২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে আরও নয় হাজার আট জনের। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৯৩ হাজার ৪৫৫ জন। নতুন করে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪৯ হাজার ২০৩ জন।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৬ লাখ ৩০ হাজার ৭৭১ জন। এসময়ে নতুন শনাক্ত হয়েছেন ২২ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৪৬১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ১১ লাখ ৮৪ হাজার ৩১০ জন।
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সংক্রমণের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনা যুক্তরাষ্ট্র ভারত ব্রাজিল বাংলাদেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।