ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ২০:০৮
ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানের রাজধানীতে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স রবিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানায়, শনিবার এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় এই হামলা হয়।
প্রদেশটির নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে আরও বলা হয়, যে এলাকায় হামলা হয়েছে তার বেশ কাছেই মার্কিন সামরিক ঘাঁটির অবস্থান।
কুর্দিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এরবিল বিমানবন্দরের কাছে অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে। পরে কুর্দিস্তানের কাউন্টার টেররিজম ইউনিট এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরে রকেট নয় বরং ড্রোন হামলা হয়েছে। যা বিস্ফোরকবাহী লাদেন ড্রোন ছিল।
হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হামলায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।