বিশ্বে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুতে শীর্ষে রাশিয়া
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৬
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৬ হাজার মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৭২ হাজার।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৮৮৯ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৩৬৮ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ২০১ জনে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ লাখ ৪৩ হাজার।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে তালিকায় সবার ওপরে রয়েছে রাশিয়া। সংক্রমণের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনাভাইরাস সারা বিশ্বে রাশিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।