অস্ট্রেলিয়ায় বিক্ষোভে আড়াই শতাধিক গ্রেফতার
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৭
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়ায় লকডাউন চলছে। তবে নানা কারণে মানুষজন এর বিরুদ্ধে বিক্ষোভ করছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) অনুমতি না নিয়ে বিক্ষোভ করায় পুলিশ বাধা দিতে গেলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু'পক্ষের বেশ ক'জন আহত হন।
বিক্ষোভ করা ও পুলিশের উপর চড়াও হওয়ার অপরাধে এ পর্যন্ত ৩ শতাধিক মানুষকে আটক করা হয়েছে বলে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, অস্ট্রেলিয়ার পুলিশ মেলবোর্ন থেকে ২৩৫ এবং সিডনি থেকে ৩৭ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।
ভিক্টোরিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, আহত ছয় পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা পদদলিত হয়ে আহত হয়েছেন।
এনএফ৭১/কেবিএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।