ব্রিটেনের সঙ্গে সামরিক বৈঠক বাতিল করলো ফ্রান্স
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:১৫
যুক্তরাজ্যের সঙ্গে প্রতিরক্ষা আলোচনা বাতিল করেছে ফ্রান্স। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত নতুন চুক্তির কারণে বৈঠকটি বাতিল করল প্যারিস।
সোমবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স। চলতি সপ্তাহে প্রতিরক্ষা ইস্যুতে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক বাতিল ইস্যুতে কোনও মন্তব্য করতে রাজি হয়নি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে চীনকে মোকাবিলা করতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার উদ্যোগে অকাস নামের একটি নিরাপত্তা চুক্তির কথা ঘোষণা করারয় এই সমঝোতা বড় ধরনের সমালোচনার মুখে পড়ে। কারণ চুক্তিটির ফলে ফ্রান্সের সাথে একটি বড় সাবমেরিন ক্রয়চুক্তি থেকে বেরিয়ে আসে দেশটি।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।