শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রাশিয়ার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতায় ফের পুতিনের জয়

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ০১:২১

ভ্লাদিমির পুতিন

রাশিয়ার নির্বাচনে ফের জয়ী হওয়ার ঘোষণা দিয়েছে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি। দলের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখবে তারা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

তিনদিনের নির্বাচন শেষে আংশিক ভোট গণনায় দেখা গেছে, প্রতিদ্বন্দীদের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। অবশ্য আগের তুলনায় তাদের জনপ্রিয়তা অনেকটা কমে গেছে। সোমবার ভোট গণনা শেষ হয়েছে প্রায় ৮৫ শতাংশ। ভোটের সর্বশেষ ফলাফল অনুযায়ী, পুতিনপন্থি দলের বড় জয়ের লক্ষণ দেখা গেলেও গেল নির্বাচনের তুলনায় তাদের এবারের অবস্থান বেশ খারাপ। ২০১৬ সালের ওই নির্বাচনে ৫৪ শতাংশের বেশি ভোট পেয়েছে ইউনাইটেড রাশিয়া।

তবে জয়ের ব্যাপারে এখনও কোনো বক্তব্য দেননি পুতিন। যতই দিন যাচ্ছে যেন আরও শক্তিশালী হয়ে উঠছেন এই রুশ নেতা। ৬৮ বছর বয়সী পুতিন এখনও বহু রাশিয়ানের কাছে বেশ জনপ্রিয়।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: রাশিয়া


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top