৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেলবোর্ন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:১৫

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেলবোর্ন

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আঘাত হেনেছে ৫.৮ মাত্রার ভূমিকম্প। এই কম্পনের উৎসস্থল প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় ৯টা ১৫ মিনিটে ভিক্টোরিয়ান রাজ্যের রাজধানী থেকে দূরে ম্যানসফিল্ডে এ ভূমিকম্প হয়। তবে নিউ সাউথ ওয়েলসেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ্য হয়েছে মেলবোর্ন। ভেঙে গেছে সেখানকার চ্যাপেল স্ট্রিটের রাস্তাঘাট। সেই সাথে আশেপাশের বেশ কিছু বড় বাড়ি এবং শপিংমলের দেওয়ালে দেখা দিয়েছে ফাটল।

এ ঘটনার পর পরই যুক্তরাষ্ট্রে অবস্থানরত দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এটা খুব ভালো খবর যে, এ ভূমিকম্পে গুরুতর আহত হওয়ার কোনো খবর নেই। তবে এটা খুবই উদ্বেগজনক হতে পারত।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top