সৌদিতে চাকরি হারিয়েছে বিপুল সংখ্যক বিদেশি কর্মী

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:১৮

সৌদিতে চাকরি হারিয়েছে বিপুল সংখ্যক বিদেশি কর্মী

সৌদি আরবে গত এক বছরে সরকারি-বেসরকারি খাতে কাজ হারিয়েছে ৫ লাখ ৭১ হাজার জন বিদেশি কর্মী।

দেশটির পরিসংখ্যান ও বিমা কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২০ সালে জুনের শেষে দেশটিতে বিদেশি কর্মী ছিল ৬৭ লাখ যা চলতি বছরের জুনে কমে দাঁড়ায় ৬১ লাখে। কর্তৃপক্ষে আরও জানিয়েছে, দেশটিতে সামাজিক বিমা ব্যবস্থার আওতায় থাকা সরকারি-বেসরকারি খাতে কর্মরত সৌদি ও বিদেশি নাগরিকের সংখ্যা কমেছে ৫ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে, এ বছরের জুনে সরকারি-বেসরকারি খাতে কর্মরত সামাজিক বিমা গ্রহণকারী সৌদি নাগরিকদের সংখ্যা বেড়েছে আরও ১ লাখ ২০ হাজার।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top