দক্ষিণ কোরিয়ায় একদিনে করোনা শনাক্তের রেকর্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬

দক্ষিণ কোরিয়ায় একদিনে করোনা শনাক্তের রেকর্ড

প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় একদিনে ৩ হাজার ২৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা দেশটিতে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা কেডিসিএ শনিবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে। তথ্যতে আরও বলা হয়, আক্রান্ত রোগীদের প্রায় ৮০ শতাংশই রাজধানী সিউল ও তার আশপাশের এলাকার।

শরৎকালীন উৎসব উপলক্ষে সম্প্রতি তিন দিনের সরকারি ছুটি ছিল দক্ষিণ কোরিয়ায়। সেই ছুটিতে জনসমাগম বেড়ে যাওয়ার কারণেই সংক্রমণে উর্ধ্বগতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি কি ইল।

কেডিসিএর তথ্য অনুযায়ী, দেশটির মোট জনগোষ্ঠীর ৭৩ দশমিক ৫ শতাংশ করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন। এছাড়া টিকার দুই ডোজ নিয়েছেন প্রায় ৪৫ শতাংশ মানুষ।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top