আফগানিস্তানে নারী অধিকার করতে চায় তুরস্ক

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:২৫

 আফগানিস্তানে নারী অধিকারকরতে  চায় তুরস্ক

সরকারসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত না করলে আফগানিস্তানের তালেবান সরকারকে কোনো সহযোগিতা দেবে না তুরস্ক। রবিবার এক সাক্ষাতকারে এ কথা বলেছেন তিনি।

এরদোয়ান জানিয়েছেন, কাবুল বিমানবন্দর পরিচালনায় কোনো চুক্তিতে যাওয়ার আগে তালেবান সরকারকে আরও বেশি অন্তর্ভূক্তিমূলক হতে হবে। ‘আফগানিস্তানের সরকার অন্তর্ভূক্তিমূলক নয়, এতে বিভিন্ন গোষ্ঠীকে গ্রহণ করা হচ্ছে না। এই বিষয়টি নিয়ে যতদিন প্রশ্ন থাকবে ততদিন আফগানিস্তানে হাজির হব না আমরা। তবে তাদের সরকার যদি আরও অন্তর্ভূক্তিমূলক হয়, তাহলে তুর্কি হিসেবে আমরা সেখানে হাজির হতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা অত্যন্ত সক্রিয়ভাবে আফগানিস্তানে জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রত্যাশা করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন নারীরা সক্রিয় হবে তখন আমরা তাদের সহযোগিতা করতে পারব।’

এর আগে, গেল আগস্টে কাবুল বিমানবন্দর পরিচালনায় তালেবানকে সহযোগিতার আশ্বাস দিয়েছিল তুরস্ক।


এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top