দাড়ি কামানোর ওপর নিষেধাজ্ঞা করেছে তালেবান
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৬
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সেলুনে দাড়ি কামানো বা কেটে ফেলার ওপর নিষেধাজ্ঞা করেছে তালেবান। এটা কে তারা তাদের ইসলামী আইনের লঙ্ঘন বলছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে তারা আনুষ্ঠানিক নোটিশ দিয়ে হেলমন্দ প্রদেশের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, দাড়ি কামানো ইসলামী আইনের পরিপন্থী। এই কাজটি যে করবে তাকে অবশ্যই কঠোর শাস্তি দেওয়া হবে। তালেবানের পুলিশ এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে বলেও জানা গেছে। এতে আরও বলা হয়েছে, এই ব্যাপারে কোন ধরনের অভিযোগ করার অধিকার নেই কারো। নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের কঠোর সাজা দেয়ার হুমকিও দেয়া হয়েছে।
এ ব্যাপারে আরো জানা গেছে যে, আফগানিস্তানের রাজধানী কাবুলের নাপিতরাও একই ধরনের নির্দেশ পেয়েছেন। কাবুলের এক নাপিত বলেন, ‘তালেবান যোদ্ধারা তাদের দাড়ি ছাঁটা বন্ধের নির্দেশ দিচ্ছেন। তালেবান যোদ্ধাদের একজন বলেছেন, তারা নিয়ম লঙ্ঘনকারীদের ধরার জন্য গোপন পরিদর্শক পাঠাতে পারেন।’
এদিকে, হেলমান্দ প্রদেশের সেলুনগুলোতে হঠাৎ করেই তালেবানের নির্দেশিকাসংবলিত একটি পোস্টার টানিয়ে দেওয়া হয়। এই পোস্টারে বলা হয়, ‘চুল-দাড়ি কাটায় সেলুনে কাজ করা নাপিতদের অবশ্যই ইসলামী শরিয়া আইন মেনে চলতে হবে। এ ব্যাপারে কারও দ্বিমতের অধিকার নেই।’
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: তালেবান আফগানিস্তান দাড়ি কামানো
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।