গ্রিসের ক্রিট দ্বীপে ৬.৫ মাত্রার ভূমিকম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:৫৩

গ্রিসের ক্রিট দ্বীপে ৬.৫ মাত্রার ভূমিকম্প

গ্রিসের ক্রিট দ্বীপে আঘাত হেনেছে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। গ্রিসের এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে পার্শ্ববর্তী দেশ বুলগেরিয়া, তুরস্ক, মিশর, ইতালি, লিবিয়া এবং উত্তর মেসিডোনিয়াতেও।

সোমবার (২৭ সেপ্টেম্বর) এই ভূমিকম্প হয় বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে।

ইউএসজিএসের তথ্যমতে, স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে গ্রিসে আঘাত হানে এ ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্রিট দ্বীপের হেরাক্লিয়ন শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের সময় ক্রিট দ্বীপে অবস্থান করা ব্রিটেনের এক নাগরিকের তথ্য মতে, ভবনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি সেখানে। কিন্তু রাস্তায় ফাঁটল সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top