নারীদের জন্য বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ করল তালেবান

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৩

নারীদের জন্য বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ করল তালেবান

ইসলামি পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত কাবুল বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারবেনা নারীরা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের তালেবান নিযুক্ত উপাচার্য মোহাম্মদ আশরাফ ঘাইরাত ।

তিনি বলেন, ‘যতক্ষণ না প্রকৃত ইসলামি পরিবেশ সবার জন্য প্রদান করা হবে, ততক্ষণ পর্যন্ত নারীদের বিশ্ববিদ্যালয়ে আসতে বা কাজ করতে দেওয়া হবে না। ইসলাম প্রথম।’

ঘাইরাত আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শিক্ষাদানের জন্য পরিকল্পনা করা হচ্ছে। নারী প্রভাষকের স্বল্পতা রয়েছে। তাই পুরুষ প্রভাষকদের পর্দার পেছন থেকে ক্লাস নেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। এভাবে ছাত্রীদের শিক্ষার জন্য তৈরি হবে একটি ইসলামি পরিবেশ। তবে কবে নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তা তিনি উল্লেখ করেননি।

মঙ্গলবার প্রতিষ্ঠানের জন্য তার দৃষ্টিভঙ্গি তুলে ধরে ঘাইরাত বলেন, কাবুল বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো বিশ্বব্যাপী প্রকৃত মুসলমানদের সমবেত করার পাশাপাশি গবেষণা ও পড়াশোনার স্থান তৈরি করা এবং আধুনিক বিজ্ঞানকে ইসলামিকীকরণ করা। আমি ঘোষণা করছি যে আমরা সত্যিকারের ইসলামি পরিবেশ থেকে উপকৃত হওয়ার জন্য মুসলিমপন্থী পণ্ডিত ও ছাত্রদের স্বাগত জানাব।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top