সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সিঙ্গাপুরে ৭০ বছরের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৬

সিঙ্গাপুর

২০২১ সালে সিঙ্গাপুরের জনসংখ্যা বৃদ্ধির হার গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে কম। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৯৫০ সালের পর এই নিয়ে তৃতীয়বার দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম হলো।

সিঙ্গাপুরের বার্ষিক জনসংখ্যা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে সিঙ্গাপুরের জনসংখ্যা ছিল ৫৬ লাখ ৯০ হাজার। আর চলতি বছর জনসংখ্যা ৪ দশমিক ১ শতাংশ কমে ৫৪ লাখ ৫০ হাজারে পৌঁছেছে।

বর্তমানে জনসংখ্যা বাড়াতে করোনাকালে শিশু জন্মদানে উৎসাহিত করতে নাগরিকদের বিভিন্ন আর্থিক ছাড়ের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুরের সরকার।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top