নজিরবিহীন জ্বালানি সংকটে যুক্তরাজ‌্য

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩০

নজিরবিহীন জ্বালানি সংকটে যুক্তরাজ‌্য

কয়েকদিন ধরে নজিরবিহীন জ্বালানি সংকটে ভুগছে যুক্তরাজ‌্য। বড় বড় শহরের বেশিরভাগ পেট্রোল স্টেশন বন্ধ। কতদিনের মধ‌্যে সেগুলোতে তেল সরবরাহ করা হবে তা কেউ বলতে পারছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন দেশটির বাসিন্দারা।

আন্তর্জাতিক গণমাধ‌্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, অনেকদিন ধরেই পণ্য বহনকারী ভারী ট্রাকচালকের অভাব চলছে ব্রিটেনে। ব্রেক্সিটের কারণে ইউরোপের অনেক চালক এখান থেকে চলে গেছেন। এরপর মহামারি করোনার কারণে আরও তীব্র হইয়েছে এই সংকট। জানা গেছে, এই মূহুর্তে প্রায় এক লাখ ট্রাকচালকের ঘাটতি আছে ব্রিটেনে। আর এই ঘাটতির কারণে সব ধরনের পণ্য সরবরাহের ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে।

এদিকে, ব্রিটেন সরকার জ্বালানির এ সংকট মোকাবিলায় সরবরাহ চেইন স্বাভাবিক করতে সেনাবাহিনীকে কাজে লাগানোর কথা ভাবছে। জানা গেছে, দেড়শটি ট্যাঙ্কারের মাধ্যমে তেলের পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করবে সামরিক বাহিনী।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top