আজ মমতার ভাগ্যনির্ধারণ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ২০:৫১

আজ মমতার ভাগ্যনির্ধারণ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ ধরে রাখার জন্য শুরু হয়েছে সাংবিধানিক বাধ্যবাধকতার উপনির্বাচনের ভোটগ্রহণ।

ভবানীপুরে এই নির্বাচনের ওপর নির্ভর করছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন কিনা। বৃহস্পতিবার রাজ্যের আরও দু’টি আসন শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরেও অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা ভোট। কিন্তু গুরুত্বের দিক থেকে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ বা জঙ্গিপুর ধারেকাছে নেই ভবানীপুরের। রাজ্যটির দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে মমতার বিপরীতে রয়েছেন বিজেপির প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়েই শুরু হয়েছে ভবানীপুরের শতভাগ কেন্দ্রে ভোটগ্রহণ। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় সাড়ে তিন হাজার কেন্দ্রীয় বাহিনীও দায়িত্বপালন করছে ভবানীপুরের ভোট কেন্দ্রগুলোতে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ১০ বছর আগে এই বিধানসভা আসন থেকেই জিতে প্রথম বিধানসভায় গিয়েছিলেন মমতা। তার আগে লোকসভার সাংসদ হিসেবে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top