লকডাউনের পরেও মেলবোর্নে করোনা সংক্রমণের রেকর্ড
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২১, ০০:১২
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়ায় দুই মাস লকডাউনে ছিল। এরপরও দেশটির মেলবোর্ন শহরে নতুন করে করোনা রোগীর সংখ্যা রেকর্ড গড়ছে। শহরটিতে দৈনিক সংক্রমণের হার বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
এর জন্য কর্তৃপক্ষ বিধিনিষেধ উপেক্ষা করে স্থানীয়দের হোম পার্টি আয়োজনকে দায়ী করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দেশটির ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে নতুন করে ১ হাজার ৪৩৮ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। মারা গেছেন অন্তত পাঁচজন। নতুন রোগীদের মধ্যে এক-চতুর্থাংশই শনাক্ত হয়েছেন পূর্ব ও দক্ষিণপূর্ব মেলবোর্নে।
এর আগে, বুধবার ৯৫০ জন নতুন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে তা বেড়ে দেড় হাজারের কাছাকাছি পৌঁছেছে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।