বিশ্বে করোনায় মৃত্যু কমলেও সংক্রমণ ঊর্ধ্বমুখী

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২১, ১৮:৫২

বিশ্বে করোনায় মৃত্যু কমলেও সংক্রমণ ঊর্ধ্বমুখী

গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭১৯ জন। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ লাখ ৯৬ হাজার ৪০৮ জনে।

ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৯২৯ জন। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৪৮ জনে।

বৈশ্বিক করোনা পরিস্থিতির নিয়মিত আপডেট ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর রয়েছে রাশিয়া, ব্রাজিল ও মেক্সিকোর অবস্থান।

যুক্তরাষ্ট্রের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ১৩ হাজার ৯০১ জন এবং মারা গেছেন ১ হাজার ৮০৮ জন। দেশটিতে এ পর্যন্ত চার কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৪০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন সাত লাখ ১৬ হাজার ৮৪৩ জন।

রাশিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৬৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৮৮৮ জন। অন্যদিকে, ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৫২৭ জন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top