নভেম্বর থেকে খুলছে অস্ট্রেলিয়ার সীমান্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২১, ২৩:৫২

নভেম্বর থেকে খুলছে অস্ট্রেলিয়ার সীমান্ত

১৮ মাস বন্ধ থাকার পর নভেম্বর থেকে খুলছে অস্ট্রেলিয়ার সীমান্ত। তবে শুধুমাত্র টিকা প্রাপ্ত নাগরিকরাই পারাপারের স্বাধীনতা পাবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যেসব রাজ্যে ৮০ শতাংশের বেশি মানুষ টিকা নিয়েছেন সে সব রাজ্যে স্বাধীনভাবে চলাচল করা যাবে। তবে নভেম্বরে বিধিনিষেধ শিথিল হলেও অস্ট্রেলিয়ায় ঢুকতে হলে সাত দিন থাকতে হবে কোয়ারেন্টিনে।

দেশটিতে এখন কেবল অস্ট্রেলীয় এবং বিশেষ ক্ষেত্রে ছাড় পাওয়া ব্যক্তিরাই প্রবেশ করতে পারছে। এমনকি দেশটির নাগরিকদেরও অন্যদেশে যাওয়ায় রয়েছে নিষেধাজ্ঞা। 

এখনও দেশটির তিনটি শহর সিডনি, মেলবোর্ন এবং ক্যানবেরায় লকডাউন চলছে। প্রায় ১৮ মাস পর বিভিন্ন দেশের সঙ্গে অস্ট্রেলিয়ার স্বাভাবিক যাতায়াত চালু হবে। ভ্রমণের এই স্বাধীনতায় আনন্দিত দেশটির নাগরিকরা।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top