রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ভয়াবহ দাঙ্গার পর

ইকুয়েডর কারাগার থেকে মুক্তি পাচ্ছে দুই হাজার বন্দি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ১৭:২৮

ভয়াবহ দাঙ্গার পর ইকুয়েডর কারাগার থেকে মুক্তি পাচ্ছে দুই হাজার বন্দি

ইকুয়েডরে প্রায় দুই হাজার বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ। গেল সপ্তাহে ঘটে যাওয়া ভয়াবহ দাঙ্গার পর কারাগারগুলোর সামনে ভিড় কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর।

শুক্রবার (১ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির এসএনএআই কারা কর্তৃপক্ষের পরিচালক বলিভার গার্জন শুক্রবার বলেছেন, সরকার বয়স্ক এবং নারী বন্দিদের পাশাপাশি প্রতিবন্ধী এবং বেশি অসুস্থদের মুক্তির জন্য অগ্রাধিকার দেবে।

জানা গেছে, ইকুয়েডরে কারাগারে ওই দাঙ্গার ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ১১৮ জন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্যদের মধ্যে সংঘর্ষে তৈরি হয় দাঙ্গা পরিস্থিতি। দেশটির ইতিহাসে কারাগারে সবচেয়ে ভয়াবহ দাঙ্গার ঘটনা ছিল এটি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top