করোনায় বিশ্বব্যাপী ৫০ লাখ মানুষের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১, ০০:২৩
মহামারি করোনা ভাইরাসের দেড় বছরেরও বেশি সময়ে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
করোনায় মোট মৃত্যুর ২১ শতাংশই ঘটেছে দক্ষিণ আমেরিকায়। দ্বিতীয় স্থানে আছে উত্তর আমেরিকা ও পূর্ব ইউরোপ। আর নির্দিষ্ট দেশ হিসেবে মহমারিতে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো এবং ভারত।
উন্নত দেশগুলো যেখানে তাদের নাগরিকদের করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া শুরু করেছে, সেখানে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি এখন পর্যন্ত করোনা টিকার একটি ডোজও নিতে পারেনি।
তবে ডব্লিউএইচও টিকা বিতরণ প্রকল্প কোভ্যাক্স ইনিশিয়েটিভসে কিছু পরিবর্তন এনেছে। ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক বলেছেন, এ পর্যন্ত সবচেয়ে কম টিকার ডোজ পেয়েছে বা একেবারেই পায়নি এমন দেশেই আমরা এখন থেকে টিকা পাঠাবো।
উল্লেখ্য, কোভ্যাক্স কর্মসূচির আওতায় চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪০টি দেশে জনসংখ্যার অনুপাতে টিকা পাঠানো হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।